বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় দুই সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি

মঠবাড়িয়ায় দুই সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই সাংবাদিককে মুঠোফোনে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বুধবার (২৭ ডিসেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে সাংবাদিক সমাজের আয়োজনে এ কর্মসূচিতে সাংবাদিকদের পাশাপাশি সুধী সমাজের লোকজন অংশগ্রহণ করেন।

এ সময় মঠবাড়িয়া প্রেস ক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে ও রিপোর্টার্স ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদারের সঞ্চালনায় দুস্কৃতিকারীদের সনাক্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন, সাবেক পৌর প্রশাসক মো. আরিফ উল হক, প্রভাষক জুলহাস শাহীন, প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মো. হারুণ অর রশিদ, রিপোর্টার্স ক্লাবসহ সভাপতি মুন্সী নাসির উদ্দিন, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ প্রমুখ।

উল্লেখ্য- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ডা. মো. রুস্তুম আলী ফরাজীর ঈগল প্রতীকের প্রচারণার সংবাদ করায় গত ২৩ ডিসেম্বর রাতে মুঠোফোনে সাংবাদিক জুলফিকার আমীন সোহেল ও এজাজ চৌধুরী হত্যার হুমকি দিয়েছে দূর্বৃত্তরা। ওই রাতে আরও ৫ জন সাংবাদিককে মুঠোফেনে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় গত রোববার মঠবাড়িয়া থানায় পৃথক দুটি জিডি করেছেন। 

মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের সনাক্তপূর্বক আইনের আওতায় আনার চেষ্টা করছি।

টিএইচ