বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি 

মঠবাড়িয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে তরিকুল ইসলামের (২০) বিরুদ্ধে। গত ৩১মে ওই ছাত্রী বাড়ি থেকে মিরুখালী বাজরের একটি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণের জন্য রওনা হলে পথিমধ্যে তাকে জারপূর্বক অপরহণ করা হয়। 

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে গত ১লা জুন মঠবাড়িয়া থানায় তরিকুল ইসলামকে প্রধান আসামি করে ৪ জন নামীয় ও অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশবুনিয়া গ্রামের স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী গত ৩১ মে পরীক্ষা দিতে রওনা হলে, পথিমধ্যে পাশ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ইকরী গ্রামের আনসার মুন্সির ছেলে তরিকুল ইসলামের নেতৃত্বে একদল অপহরণকারী ওই ছাত্রীকে অপরহণ করে।

ওই ছাত্রীর স্বজনরা জানান, তরিকুল দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দেয়ার পাশাপশি ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিলে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণ করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, অপহূত স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামি গ্রেপ্তারের সর্বত্মক চেষ্টা চলছে। ইতোমধ্যে কামাল মুন্সী নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টিএইচ