বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় হত্যার অভিযোগে মামলা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি 

মঠবাড়িয়ায় হত্যার অভিযোগে মামলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় পিতাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ১৮ অক্টোবর মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছোট ভাই শামীম (৩০), মা জাহানুর বেগম ৯৫৮), বড় বোন লাইজু বেগম (৪০) ও ছোট বোন আরিফা আক্তারের (২৫) বিরুদ্ধে মামলা করেছেন মামুন বেপারী (৩৮) নামে এক ব্যক্তি। 

বিচারিক হাকিম মো. আতিকুজ্জামান মামলাটি আমলে নিয়ে পিরোজপুর সিআইডি পুলিশকে তদন্তে নির্দেশ দেন। বিষয়টি অ্যাড. নিজাম উদ্দিন জাকির জানিয়েছেন। তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার ডাকযোগে সিআইডি বরাবর মামলার নথি পাঠানো হয়েছে। সিআইডি পুলিশ রোববার নাগাত পেয়ে যাবেন। বাদী মামুনের পিতার নাম শাহ আলম ওরফে আলম বেপারী। এরা সকলেই উপজেলা ধানীসাফা বাজার এলাকার বাসিন্দা।

মামুন বোপারী মামলায় উল্লেখ করেন, তারা পিতা আলম বেপারী ১৮ বছর বিদেশে থেকে কোটি টাকার বেশী দেশে তার মায়ের কাছে পাঠিয়েছেন। তার মা জাহানুর বেগম সর্বচ্চ ২২ লাখ টাকা ব্যয় করে একটি একতলা ভবন নির্মাণ করেছেন। 

ছোট ভাই মায়ের কাছ থেকে টাকা নিয়ে মাদক ব্যবসা করতেন। ২০২০ সালে করোনাকালীন সময় তারা বাবা দেশে এসে টাকার হিসাব চাইতে গেলে বিপত্তি ঘটে। মা, ভাই, বোনরা তার বাবাকে একাধিকবার মারপিটও করেছে। তার বাবা জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডিও করেছিলেন। 

শেষমেষ পরিকল্পিতভাবে গত ১১ সেপ্টেম্বর কোন এক সময় হত্যা করে। অভিযুক্ত জাহানুর বেগম বলেন, তার স্বামীকে তারা কোন দিনও মারেনি বরং স্বামী তাকে মেরেছে। আপনাদের বিরুদ্ধে জিডি করেছে কেন? এমন প্রশ্নের কোন সদুত্তর তিনি দিতে পানেনি। লাইজু বেগম বলেন, ঘুমের মধ্যে তার বাবা স্টোক করে মারা গেছেন।

টিএইচ