বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মধুপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান দায়িত্বগ্রহণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান দায়িত্বগ্রহণ

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে শপথগ্রহণের পর  গত মঙ্গলবার উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. মো. ইয়াকুব আলী। এছাড়াও দায়িত্বগ্রহণ করেছেন, ভাইস চেয়ারম্যান সজীব আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রুবি। 

এসময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, পৌরমেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান, মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহির উদ্দিনসহ আরও অন্য ইউপির চেয়ারম্যানরা, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

টিএইচ