সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের চতুর্থ তলায় ইউএনও জুবায়ের হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও মধুপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. মো. ইয়াকুব আলী। 

উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান, মধুপুর থানা ওসি মোল্লা আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সজিব আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রুবি,উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক। 

এসময় আরও উপস্থিত ছিলেন, বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন, আউশনারা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, আলোকদিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক,  কুড়াগাছা ইউপি চেয়ারম্যান ফজলুল হক সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা, সুধী সমাজসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসাইন।

টিএইচ