বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মধ্যনগরে ১০০ দিন যাবৎ ইউএনওর চেয়ার শূন্য

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মধ্যনগরে ১০০ দিন যাবৎ ইউএনওর চেয়ার শূন্য

সুনামগঞ্জের হাওরে বেষ্টিত নবগঠিত উপজেলা মধ্যনগর। এ উপজেলায় ইউএনওর  পদটি দীর্ঘ ১০০ দিন ঊর্ধ্ব সময় যাবৎ শুন্য রয়েছে। অতিরিক্ত দ্বায়িত্ব পালন করছেন পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার ইউএনও শীতেষ চন্দ্র সরকার।

২৩ আগস্ট এ উপজেলায় বিভাগীয় কমিশনারের কর্যালয় হতে মধ্যনগর উপজেলায় ইউএনও হিসেবে সুকান্ত সাহাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়ে পদায়ন করা হয়। কিন্তু চলতি মাসের পহেলা সেপ্টেম্বর সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই ইউএনওকে বাতিল করে শান্তিগঞ্জ নিযুক্তের আদেশ করা হয়। 

মধ্যনগর উপজেলার প্রথম নির্বাহী কর্মকর্তা ইউএনও নাহিদ হাসান খান গত ২৮শে মে বদলি হন এবং চেয়ারটি শূন্য হয়ে প্রায় এ ১০০ দিনের উপরে চলমান।

মধ্যনগর উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, এখানে ২৩টি দপ্তরের ২১২ জন কর্মকর্তা থাকার কথা রয়েছে। কিন্তু এর বিপরীতে বর্তমানে স্থায়ী জনবল হিসেবে কর্মরত রয়েছেন মাত্র একজন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। ২ জন তৃতীয় শ্রেণির কর্মচারী ও ১ জন চতুর্থ শ্রেণির কর্মচারী। 

জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিযুক্ত করা হয়েছে আরো একজন তৃতীয় শ্রেণির কর্মচারী। এছাড়া বেসরকারি সংস্থার সহায়তায় নিযুক্ত চতুর্থ শ্রেণির আউট সোর্সিং কর্মচারী আছেন ৬ জন। 

মধ্যনগর উপজেলায় প্রশাসনিক ভবন ও জনবল সংকট থাকায় এলাকার জনসাধারণ বিভিন্ন সেবা থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় সর্বসাধারণের জোড় দাবি রয়েছে দ্রুত কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণাঙ্গ দায়িত্বে পদায়নের।

এবিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই মধ্যনগর উপজেলায় ইউএনও পদায়ন করা হবে।

টিএইচ