সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্তন গ্রামের মাজগরা খাল থেকে ১৬১ বস্তা ভারতীয় নিষিদ্ধ চিনি, একটি স্টিল বডি নৌকাসহ ৭ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মধ্যনগর থানার ওসি পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ এমরান হোসেনের নির্দেশনায় এসআই মো. ইসমাইল হোসেন ভূঞাঁর নেতৃত্বে এসআই মো. মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মধ্যনগর থানাধীন ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউপির বুড়িপত্তন গ্রাম সংলগ্ন জামগড়া খালের কিনারা হতে মো. মুজিবুর রহমান (৪৫), জহুরুল আলম (৪২), মো. কালু মিয়া (৩৩), মো. আহাদ মিয়া (৫৭), সকলের গ্রাম-রূপনগর, মারুফ মিয়া (২২), সাং-কলতাপাড়া, বিল্লাল হোসেন (৩৩), গ্রাম গিলাগড়া, মো. মুক্তার হোসেন (৩৪), গ্রাম লক্ষীপুর, সকলের বাড়ি মধ্যনগর উপজেলায়।
মধ্যনগর থানার ওসি মো. এমরান হোসেন বলেন, বিশেষ অভিযান চালিয়ে একটি স্টিল বডি নৌকাসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, চোরাচালান মামলা প্রক্রিয়াধীন আছে, আমাদের অভিযান চলমান থাকবে।
টিএইচ