বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মনপুরায় ৮০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার

মনপুরা (ভোলা) প্রতিনিধি 

মনপুরায় ৮০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার

ভোলার মনপুরায় ১৪ দিনের ব্যবধানে আবারও একটি অলিভ রিডল সি (জনপাইরঙা) প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে। যার ওজন প্রায় ৮০ কেজি। সোমবার (১৫ জানুয়ারি) রামনেওয়াজ বিটের আওতায় ঈশ্বরগঞ্জ গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীর তীর থেকে কচ্ছপটি উদ্ধার করে বনবিভাগ।

ধারনা করা হচ্ছে কচ্ছপটি বালুর মধ্যে ডিম পাড়ার জন্য নদীর তীরে এসে বালুর মধ্যে আটকে যায়।

স্থানীয়সূত্রে জানা যায়, জেলেরা নদী থেকে মাছ ধরে তীরে আসার সময় কচ্ছপটি বালুর মধ্য আটকে থাকতে দেখে। পরে জেলেরা বনবিভাগের টহল টিমকে ফোন করে জানালে বনবিভাগ অক্ষত অবস্থায় কচ্ছপটিকে উদ্ধার করে। বনবিভাগ নিশ্চিত করেন কচ্ছপটি বিরল প্রজাতির জলপাই রঙা কচ্ছপ। পরে স্থানীয় জনগণ এবং সাংবাদিকদের উপস্থিতিতে কচ্ছপটি মনপুরার জংলারখাল সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করেন। 

এ বিষয়ে রামনেওয়াজ বিট কর্মকর্তা জাহিদুল ইসলাম মিলন জানান, এটি একটি বিরল প্রজাতির জলপাই রঙা কচ্ছপ। যার ওজন প্রায় ৮০ কেজি। হরহামেশাই এত বড় কচ্ছপের দেখা মিলে না। জেলেরা আমাদের ফোনে জানলে  আমাদের টহলটিম দ্রুত কচ্ছপ টি উদ্ধার করি। স্থানীয় জনগণ এবং সাংবাদিকদের উপস্থিততে কচ্ছপটি মেঘনা নদীতে অবমুক্ত করি।

টিএইচ