বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

মনিরামপুর তরুণীদের ভিড়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

মনিরামপুর তরুণীদের ভিড়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা

ঈদ মানে খুশি, আর নতুন কিছু পাওয়ার আনন্দ। ছোট বড় সবাই নিজেকে নতুন করে সাজাতে পছন্দ করলেও এ কাজে তরুণীরাই এগিয়ে তাই ঈদের প্রথম কেনাকাটা ও শুরু হয়ে মেয়েদের। যার ফলে জমে উঠেছে মনিরামপুরের ঈদের বাজার। মনিরামপুরের মার্কেটগুলোতে তরুণীদের ভিড় সহজেই লক্ষণীয় ।

তারা রমজানের শুরুতে থান কাপড়ের দোকান ও দর্জির দোকানে জমিয়েছে ভিড়। কীভাবে অন্যের চেয়ে নিজের জামাটা একটুও আলাদা হবে এই নিয়ে ব্যস্ত এখন দর্জির দোকানে। পিছিয়ে নেই ছেলেরাও। পাঞ্জাবি পাজামা শার্ট প্যান্ট ফতোয়া গজ কাপড় কিনে বানিয়ে ও নিচ্ছে অনেকে।

নব দম্পতি রেজা ও শারমিন এসেছে ভাই ভাই ক্লথ স্টোর থেকে গজ কাপড় কিনতে। মেজেন্ট কালার এর একটি গজ কাপড় কিনলেন রুমা। রুমা বললেন পছন্দের কাপড় গুলো একটু দাম বেশি। বেশিরভাগ দোকানেই চুমকি ও জরির কারো কাজ করা কাপড় তোলা হয়েছে ঈদ উপলক্ষে।

গাংড়া গ্রামের তানিয়া বলেন কাপড় অনুযায়ী জামা বানানা বানানোর মজুরি ও নিচে দর্জিরা। এক সেট জামা পানা তে মজুরি লাগছে ৪০০ থেকে ৫০০ টাকা বেশিরভাগ দর্জির দোকানে অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছে। ডায়মন্ড টেইলার্সের মালিক সরজিত নাথ জানান, এবার রোজার আগে থেকেই সব জামাকাপড় বানানোর জন্য অর্ডার দিয়েছে।

হাতে অনেক কাজ জামা পড়ে গেছে। ঈদ উপলক্ষে দোকানগুলোতে বিভিন্ন সিটের কাপড় তোলা হয়েছে। এছাড়া অন্য কাপড় থ্রি পিস বানাতে মানসম্মত কাপড়ের মধ্যে সর্বনিম্ন ৪০০ টাকা থেকে ২০০০টাকায় বানানো যাবে থ্রি পিস। এছাড়া গার্মেন্টস এর দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সবকিছু মিলিয়ে জমে উঠেছে মনিরামপুরের ঈদের বাজার।

টিএইচ