বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মনোহরদীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

তারেক পাঠান, নরসিংদী 

মনোহরদীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

নরসিংদীর মনোহরদীতে দিন- দুপুরে  ঘরে ঢুকে আনিকা (১৫) নামে এক স্কুল ছাত্রীকে  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন নিহতের খালা পাপিয়া আক্তার (৪৫)। সোমবার বিকালে মনোহরদী পৌর এলাকার চন্দনবাড়ি   নারান্দী গ্রামের মৃত সাত্তার মাস্টারের বাড়িতে  ঘটনা ঘটে। 

নিহত আনিকা (১৫), নরসিংদীর বেলাব উপজেলার পশ্চিম পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে। আহত পাপিয়া ওই বাড়ির মৃত সাত্তার মাস্টারের স্ত্রী ও নিহতের খালা।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হতাহতের স্বজনদের  সূত্রে জানা যায়, বিকালে দুর্বৃত্তরা বাড়িটির ঘরে ঢুকে গৃহবধূ পাপিয়া আক্তার ও তার বাড়িতে থেকে পড়াশোনা করা দশম শ্রেণীর শিক্ষার্থী কিশোরী ভাগ্নী আনিকাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়। এসময় আহতের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

পরে তাকে গুরুতর আহতাবস্থায় মনোহরদী  স্বাস্থ্য কমপ্লেক্স  ও সেখান থেকে  ঢাকা মেডিকেলে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এসময় সেখান থেকে একটি  রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়। তবে ঠিক কী কারণে কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেনি পুলিশ।

টিএইচ