রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মমতাজসহ আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

মমতাজসহ আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জ- ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ৮৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে হরিরামপুর থানায় মামলা হয়েছে। 

গত মঙ্গলবার হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল বাদী হয়ে মামলা করেন। এ মামলার সূত্রে গতকাল বুধবার অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ, উপজেলার ছয়আনী গালা গ্রামের হারুন অর রশিদ, কালই গ্রামের নিত্য সরকার ও মতিয়ার রহমান মতি। গতকাল বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয় বলে থানা সূত্রে জানা যায়।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বয়ড়া গ্রামের বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

টিএইচ