মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১
The Daily Post

মরা গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মরা গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ভৈরব গোস্ত হাউজকে ২৫ হাজার টাকা জরিমানা ও দোকানের কসাই খুরশিদ মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ মার্চ) শহরের গাছতলাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পৌর শহরের গাছতলাঘাট এলাকায় ভৈরব গোস্ত হাউজ নামের একটি মাংসের দোকানে ক্রেতারা গরুর মাংস কিনতে যান। তখন এক প্রত্যক্ষদর্শী জানতে পারেন, কসাই খুরশিদ মিয়া অসুস্থ হয়ে মারা যাওয়া একটি গরু দ্রুত জবাই করে মাংস বিক্রি করছেন।

এ খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দোকানটি ঘেরাও করেন এবং প্রতিবাদ জানান। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কসাই খুরশিদ মিয়া নিজেই তার অপরাধ স্বীকার করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি বলেন, মরা গরুর মাংস বিক্রি একটি গুরুতর অপরাধ, বিশেষ করে পবিত্র রমজান মাসে এটি আরও নিন্দনীয়।

অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ