শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

মসজিদের মাইকে ঘোষণা দেয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

বরিশাল ব্যুরো  

মসজিদের মাইকে ঘোষণা দেয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

বরিশালে বিএনপির নেতাকর্মীদের প্রতিহতে মসজিদের মাইকে ঘোষণা দেন আল-আমিন নামের এক কথিত আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সেনা এবং পুলিশের যৌথ দল। নগরীর ১১ নম্বর ওয়ার্ড আ.লীগের কথিত নেতা আল-আমিন। ওই ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আ.লীগের নেতা মজিবর রহমানের অনুসারী আল-আমিন। 

তিনি স্টেডিয়াম কলোনির বাসিন্দা মো. করিমের ছেলে। গত রোববার নগরীর চাঁদমারি স্টেডিয়াম কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান। এর আগে গত ৪ সেপ্টেম্বর একটি মামলার তদন্ত করতে যাওয়া কোতয়ালি মডেল থানা পুলিশকে ধাওয়া দেয়া হয়। 

তদন্ত কাজে সহায়তা করা বরিশাল মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাওলাদারসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় আল-আমিনকে প্রধান করে কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। নগরীর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. হুমায়ন কবির বলেন, আল-আমিন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বলতে থাকে এই কলোনিতে বিএনপির কোনো নেতাকর্মী প্রবেশ করতে পারবে না।

আপনাদের যার কাছে যা কিছু আছে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করতে রাস্তায় আসুন। এ খবর পেয়ে আমরা সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। 

এ বিষয়ে কোতয়ালি মডেল থানার এসআই রাহাতুল ইসলাম বলেন, গত ৪ সেপ্টেম্বর আমরা অভিযোগ পাই সুমন নামে এক ব্যক্তিকে কলোনির একটি ঘরে আটক রাখা হয়েছে। খবর পেয়ে থানার পৃথক তিনটি দল সেখানে গিয়ে সুমনকে উদ্ধার করেন। এসআই রাহাতের দাবি তারা সুমনকে নিয়ে ফেরার পর কলোনির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

এক পক্ষ আরেক পক্ষের কয়েকজনকে কুপিয়েছে। আহত পক্ষ আল-আমিনের বিরুদ্ধে থানায় মামলা করেছে। কোতোয়ালি মডেল থানার ওসি মো মোস্তাফিজুর রহমান বলেন, আল-আমিনের গ্রেপ্তারের খবরে ওই এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

টিএইচ