মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নে উন্নয়ন ও অগ্রগতি সভা সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার অত্র ইউনিয়নের ঘোষপুর রিজিয়া-রুবিয়া মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মো. মোয়াজ্জেম হোসেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের একান্ত সহকারী সচিব (এপিএস)।
যুব অধিকার পরিষদ, মাগুরা জেলা শাখার সভাপতি ওবায়দুল্লাহ বিন হাফিজারের সভাপতিত্বে ছাত্র প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এম তাওফিক কালাম অভির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়েতে ইসলামী মাহম্মদপুর উপজেলা শাখার আমির নূর আহমদ আলী, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, মেহেদী হাসান মামুন,ছাত্র প্রতিনিধি মহম্মদপুর উপজেলা ও মো. রাকিবুল হাসান, ছাত্র প্রতিনিধি মহম্মদপুর উপজেলা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা. রেশমা পারভীন, ঘোষপুর রিজিয়া-রুবিয়া মহিলা দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্দুল ওহাব মিলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার আহ্বায়ক সেলিম হোসাইন, গণধিকার পরিষদ মহম্মদপুর উপজেলা শাখার সভাপতি জামাল উদ্দিন, ছাত্র প্রতিনিধি কাজী সাঈফ, মো. নাঈম, মো. পান্নু মোল্লা সাবেক মেম্বার, ৫নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম সরদারসহ অন্যরা।
উন্নয়ন ও অগ্রগতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মোয়াজ্জেম হোসেন তার ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের পক্ষ থেকে মাগুরা-২ সহ জেলার সামগ্রিক উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
টিএইচ