বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মহম্মদপুরে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মহম্মদপুরে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

মাগুরার মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়নের মহিমানগর গ্রামে সেলিম মোল্লার বাড়ির পাশে পুকুরের ডোবা থেকে ভাসমান এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গত বৃহস্পতিবার ওসমান ওরফে বাগান (১৮) নামের এক শারীরিক প্রতিবন্ধীর মৃতদেহ পুকুরে ডোবাতে দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। 

তার পিতার মো. নুর ইসলাম, বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গার কাতলাশুর গ্রামে। সে নড়াইলের লোহাগাড়া উপজেলার মাকড়াইল গ্রামে নানা বাড়িতে থাকতো। এবং বিভিন্ন স্থানে ঘুরে মানুষের কাছে সাহায্য তুলে জীবন চালাতেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, ওসমান ওরফে বাগান নামের এক শারীরিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার হয়েছে। এবং সে মৃগী রোগী ছিলেন। কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

টিএইচ