নওগাঁর মহাদেবপুরে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১ মৌসুমে আউশ, তিল ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৭ হাজার ৭৮০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থেকে প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন, ইউএনও মো. আরিফুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, ভেটেরিনারি সার্জন ডা. মো. আল- আমিন তান।
উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুল মমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ৭ হাজার ৭শ জন কৃষকের জনপ্রতি ৫ কেজি করে আউশ ধানের বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৪০ জন কৃষকের জনপ্রতি ১ কেজি পাটের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ৪০ জন কৃষকের জনপ্রতি ১ কেজি করে তিলের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি বিতরণের উদ্বোধন করা হয়।
টিএইচ