রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মহাদেবপুরে বীজ ও সার বিতরণের উদ্বোধন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

মহাদেবপুরে বীজ ও সার বিতরণের উদ্বোধন

নওগাঁর মহাদেবপুরে ২ হাজার ২৭০ কৃষকের মধ্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার (৭ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ। ইউএনও মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান, এমপির সহধর্মীনি রক্তিমা চক্রবর্ত্তী শেলী প্রমুখ। 

উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, থানার ওসি মো. রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আহসান হাবীব, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিয়া সুলতানা তৃষা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কার সিদ্দিক প্রমুখ। 

২ হাজার ২৭০ কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ধান বীজ ৫ কেজি, ডিএপি ১০ ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়। এর আগে এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী টিআর প্রকল্প থেকে ১৮টি মসজিদ, মন্দির ও গির্জা সংস্কারের জন্য ১৮ লাখ টাকার চেক, ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের মধ্যে ১৯ বান্ডিল ঢেউটিন ও ৫৭ হাজার টাকা বিতরণ করেন।

টিএইচ