সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মহাদেবপুরে ১০০ গ্রাম পুলিশ পেলেন ঈদসামগ্রী

নওগাঁ প্রতিনিধি

মহাদেবপুরে ১০০ গ্রাম পুলিশ পেলেন ঈদসামগ্রী

নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের উদ্যোগে ১০০ গ্রাম পুলিশের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়। 

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে এ উপলক্ষে মহাদেবপুর থানা মিলনায়তনে আয়োজিত সমাবেশে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল প্রধান অতিথি থেকে উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেন। এসব সামগ্রীর মধ্যে ছিল সুগন্ধি চাল, সেমাই, চিনি, প্যাকেট দুধ ও তেল। 

মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আবেদ আলী মন্ডল প্রমুখ এতে বিশেষ অতিথি ছিলেন। মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি বলেন, স্বল্প ভাতায় গ্রাম পুলিশের সদস্যরা দিন রাত ২৪ ঘণ্টা এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে মুখ্য ভূমিকা পালন করে থাকেন। কিন্তু তাদের প্রকৃত মূল্যায়ন করা হয়না। তাই তাদের প্রতি সম্মান জানিয়ে এই উপহার সামগ্রী প্রদানের আয়োজন করা হয়েছে।

টিএইচ