সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মহানন্দায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মহানন্দায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো, ধাইনগর ইউনিয়নের পীরগাছি গ্রামের রাসেল আলীর ছেলে শাকিল আহমেদ ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে মারিয়া খাতুন। তারা দুজনই নাককাটিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ছিলো।

স্থানীয়রা জানান, সোমবার (২৯ এপ্রিল) উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজারে মহানন্দা নদীর ঘাটে অনান্য শিশুদের সঙ্গে গোসলে নেমে তারা ডুবে যায়। পরে তাদের সঙ্গে থাকা শিশুররা বাড়িতে খবর দিলে, স্থানীয়রা খুঁজে তাদের মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই শিশুর স্থানীয়রা উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরবর্তী আইনী প্রক্রিয়া সম্পন্ন করে, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।  

টিএইচ