রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে প্রতিবাদ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি

মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে প্রতিবাদ মিছিল

ভারতের হিন্দু পন্ডিত কর্তৃক মহানবী (সা.) কে নিয়ে ককূক্তি করায় এবং সে কটূক্তিকে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে সর্বস্তরের জনগণ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) প্রতিবাদ মিছিলটি জেলা শহরের শহীদী মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

ধর্মপ্রাণ তৌহিদী জনতার উদ্যোগে মহানবী (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজের কটূক্তি এবং সে কটূক্তিকে বিজেপি নেতা মহারাষ্ট্র প্রদেশের বিধায়ক নীতেশ রানার সমর্থনের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ সময় তৌহিদী জনতার সঙ্গে সাধারণ জনতাও প্রতিবাদ মিছিলে অংশ নেয়।

এ সময় বিক্ষোভকারীরা ভারত বয়কটসহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পুরোহিত রামগিরি মহারাজ এবং নীতিশ রানার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

টিএইচ