মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
The Daily Post

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

মহানবী (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেয়ার প্রতিবাদে দিনাজপুরের তৌহিদী জনতা ঢাকা-দিনাজপুর মহাসড়কের মোহনপুর ব্রিজ এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে।

রোববার (৬ এপ্রিল) সড়ক অবরোধ করে রাখা হয়। অবরুদ্ধ সড়কেই বিক্ষোভ সমাবেশ করে তৌহিদী জনতা।

সমাবেশে বক্তারা অভিযুক্ত সবুজ দাসকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে জোর দাবি জানান।

তৌহিদী জনতার পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীণ আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান কাসেমী, মাওলানা আল আমিন প্রমুখ। এদিকে ঘটনার সঙ্গে জড়িত এবং কটূক্তিমুলক পোস্ট শেয়ারকারী স্কুল শিক্ষক উপেন্দ্রনাথ রায়কে দুপুরেই বনতাডা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।

দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন তৌহিদী জনতার উদ্দেশ্যে জানান, ঘটনার সঙ্গে জড়িত উপেন্দ্রনাথ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী অভিযুক্তদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে। প্রশাসনের এই আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় স্থানীয় জনতা। তবে তারা মূল অভিযুক্ত সবুজ দাসকে অবিলম্বে গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

এদিকে অবরোধের ফলে ঢাকা-দিনাজপুর মহাসড়কের উভয় পার্শ্বে শত শত বাস, মিনিবাস, মাইক্রো, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে।

অবরোধ চলাকালে অবরোধকারীরা সড়কেই জায়নামাজ বিছিয়ে যোহরের নামাজ আদায় করেন। ঘটনাস্থলের শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দিনাজপুর কোতয়ালী থানার ওসি মতিউর রহমানসহ পুলিশের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতাদের মধ্যে দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, জামায়াত নেতা অ্যাড. মাইনুল আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

টিএইচ