ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নির্বিঘ্ন যাতায়াত ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ তদারকি করেছে পুলিশ। তদারকির অংশ হিসেবে মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাধীন গোড়াই থেকে জামুর্কী পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় থানা ও হাইওয়ে পুলিশের ১২টি টিম রাতভর কাজ করেছে।
গত শুক্রবার মধ্যরাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশকে এই বিশেষ তদারকি করতে দেখা যায়। পুলিশের একাধিক টিম মহাসড়কে যানবাহন থামিয়ে বিভিন্ন সতর্কতামূলক নির্দেশনা প্রদান করেন।
টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচ.এম মাহাবুব রেজওয়ান সিদ্দিকী, মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেনের নেতৃত্বে এই বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানা যায়।
এ ব্যাপারে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচ.এম মাহাবুব রেজওয়ান সিদ্দিকী জানান, সর্বস্তরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীতে যোগদান করেছি। প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব।
উল্লেখ্য, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাস ও পিকনিকের বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনাসহ এ পর্যন্ত ছোট-বড় মিলিয়ে ১২টি ঘটনা ঘটে। এরমধ্যে ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টিএইচ