সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মহাসড়কের পাশে নির্মাণধীন ভবন গুড়িয়ে দিল গাউক

কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি

মহাসড়কের পাশে নির্মাণধীন ভবন গুড়িয়ে দিল গাউক

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক) প্রতিষ্ঠার দুই বছর পর এই প্রথম বিল্ডিং কোড না মেনে মহাসড়কের পাশে ১০ ফুট দূরত্বের মধ্যে ভবন নির্মাণ করায় গাজীপুর মহানগরীর পালের মাঠ এলাকায় নির্মাণাধীন ভবন ভেঙে দেয় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক)। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুর টু জয়দেবপুর মহাসড়কের পাশে পালের মাঠ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিল্ডিং কোড না মেনে মহাসড়কের পাশে ১০ ফুট দূরত্বের মধ্যে অনুমোদনবিহীন ভবন নির্মাণ করা ভবনের কিছু অংশ ভেঙে দিয়ে ভবনটির কাজ বন্ধ করে দেয় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গাউক সচিব মোস্তাফিজুর রহমান। এছাড়া গাজীপুরে এ ধরনের অনুমোদনবিহীন ভবনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান গাউক সচিব।

টিএইচ