বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

মহেশখালী জেটিখাল ও কুহেলিয়া নদী খনন দাবিতে মানববন্ধন

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

মহেশখালী জেটিখাল ও কুহেলিয়া নদী খনন দাবিতে মানববন্ধন

মহেশখালীর সাড়ে চার লাখ মানুষের যাতায়াতের পথ গোরকঘাটা টু ৬নং জেটিঘাট। প্রতিবছর বর্ষা মৌসুম শেষে জেটিঘাট সংলগ্ন নদীপথ ভরাট হয়ে যাতায়াত দুর্ভোগের শিকার হয় এই দ্বীপাঞ্চলের মানুষ। জরুরি রোগী আটকে পড়ে যায় জেটিঘাটে, জোয়ার আসা পর্যন্ত অপেক্ষার প্রহর গুণতে হয় বৃদ্ধসহ নারী শিশুদের। 

অন্য দিকে মহেশখালী ঐতিহ্যবাহী একটি নদীর নাম কুহেলিয়া নদী। দিনদিন দখলের প্রতিযোগিতায় রয়েছে নদীর দু-পাড়। কিছু অসাধু সিন্ডিকেট বনবিভাগের কিছু কর্মকর্তাকে হাতে নিয়ে এই দখল কাজ চালিয়ে যাচ্ছে। প্রকল্পের ময়লা আবর্জনা নিয়মিত ফেলানো হচ্ছে কুহেলিয়া নদীতে। 

এতে নদী ভরাটের পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। তাই নদীর খননের দাবি ও পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে রোববার (২২ সেপ্টেম্বর) পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ, বি পি আই মহেশখালী শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

ধরার মহেশখালী উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাংবাদিক হোবাইব সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ধরার মহেশখালী উপজেলা আহ্বায়ক সাংবাদিক ইউনুস, এশিয়ান টেলিবিশনের মহেশখালী উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংবাদিক ফুয়াদ মুহাম্মদ সবুজসহ বিভিন্ন সমাজিক নেতারা। 

টিএইচ