রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

মহেশখালীতে মোবাইল কোর্টে জরিমানা

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

মহেশখালীতে মোবাইল কোর্টে জরিমানা

প্রতিবছর রমজান আসলে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজারের দ্রব্যমূল্য বাড়িয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলে দেন। তারই ধারাবাহিকতায় জেলা থেকে উপজেলা পর্যায়ে ক্রেতারা দুর্ভোগ পড়ে।

সেই বিষয়কে মাথায় রেখে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ্। মুদির দোকান থেকে শুরু করে ওষুধের দোকান পর্যন্ত সবখানে ঘুরে দেখেন। দোকান মালিকদের দেন বিভিন্ন দিকনির্দেশনা।

কেউ সিন্ডিকেট তৈরি করতে চাইলে তাদের বিচারের আওতায় আনা হবে জানান। এ সময় বড় মহেশখালী নতুন বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ০৬টি মামলার মাধ্যমে  ০৬ ব্যক্তিকে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রুপম কান্তি পাল, স্যানিটারি ইন্সপেক্টর, মহেশখালী। এই অভিযানকে সাধুবাদ জানিয়ে পাশাপাশি অভিযান নিয়মিত চালু রাখার অনুরোধ জানিয়েছে সাধারণ জনতা।

টিএইচ