বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

মহেশপুর বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে নিজ শয়নকক্ষ থেকে শাহজাহান আলী (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউপির বেলেমাঠ বামনগাছা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহজাহান  আলী  ওই গ্রামের মৃত আকালে মণ্ডলের ছেলে।

নিহতের স্ত্রী নিমি বেগম বলেন, আমার স্বামী তরিকা মনা লোক হওয়ায় মধ্যে মধ্যে বিভিন্ন স্থান থেকে লোকজন তার কাছে আসে। গত মঙ্গলবার রাতেও দুজন লোক এসেছিলো। তারা আমার কাছে ভাত খেতে চায়, আমি অসুস্থ থাকায় ঘরে যা ছিলো তাই তাদের খেতে দেই। 

পরে রাতে থাকার জন্য তাদের বালিশ বের করে দেই। রাত গভীর হলে তারা আমাকে অন্য ঘরে আটকিয়ে রেখে আমার স্বামীকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। বুধবার (২৯ মে) সকালে আমি ঘরের জানালা ভেঙে বের হয়ে এসে প্রতিবেশিকে বিষয় জানাই।

নিহতের বোন শেফালী খাতুন ও স্থানীয়রা বলেন, সকালে নিমি বেগমের (নিহতের স্ত্রী) চিল্লাচিল্লি করে বলতে থাকে আমার স্বামীকে দুজন লোক গলাকেটে মেরে রেখে গেছে। তার কথাতে আমরা ঘরে ঢুকে দেখি শাহজাহান আলীর মরদেহ পরে আছে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, মহেশপুর থানা ওসি মাহাবুবুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, নিহতের স্ত্রী (নিমি বেগমকে) আমি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি, কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের সার্থে এখন কিছু বলা যাচ্ছে না। তবে যে বা যারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে আমার দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। 

টিএইচ