রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মহেশপুর ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা শাহ আলমের মৃত্যু হয়েছে। চাচাকে হত্যার অভিযোগে ভাতিজা রাজুকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) উপজেলার ফতেপুর গ্রামে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে। নিহত শাহ আলম মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল রাকিবের ছেলে। ভাতিজা রাজু লালন মণ্ডলের ছেলে।

এলাকাবাসীরা জানান, চাচা-ভাতিজার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ওই বিরোধের জের ধরে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ভাতিজা রাজু চাচাকে বাড়ি থেকে বের হলে মারার হুমকি দেয়। এরপর ভাতিজা বাড়ি থেকে বেশ কিছু দূরে চাচাকে মারার জন্য অপেক্ষা করে। 

এ সময় চাচা ভ্যান নিয়ে মহেশপুরের দিকে যাচ্ছিল, পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে ভাতিজা লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করলে চাচা সেখানেই মারা যান। মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় ভাতিজা রাজুকে আটক করা হয়েছে।

টিএইচ