বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মহেশপুর সিমান্ত দিয়ে অবৈধ প্রবেশের দায়ে ভারতীয় পুলিশ গ্রেপ্তার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর সিমান্ত দিয়ে অবৈধ প্রবেশের দায়ে ভারতীয় পুলিশ গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুর সিমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অপরাধে ভারতীয় এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গ্রেপ্তার আসামি হলেন ভারতীয় নাগরিক ও তামিল নাড়ুর (পুলিশ সদস্য)  এসএসআই  (এসএসই) পি. জন সেলভারাজ (৫২)। 

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানাগেছে, অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে গত ২২ মার্চ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক ওই ভারতীয় পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। পরে গত ১৩ জুন আদালত হতে জামিন প্রাপ্ত হয়ে পলাতক থাকে।

গত ১২ আগস্ট রাতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তনের চেষ্টাকালে মহেশপুর ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা তাকে গ্রেপ্তার করে। ১৩ আগস্ট গ্রেপ্তার ভারতীয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়। 

পরে ঝিনাইদহ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত তাকে ঝিনাইদহ জেলা কারাগারে  প্রেরণের নির্দেশ প্রদান করেন।

টিএইচ