বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মহেশপুর সীমান্ত থেকে ৪০ পিচ স্বর্ণের বারসহ দুজন আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর সীমান্ত থেকে ৪০ পিচ স্বর্ণের বারসহ দুজন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৪০ পিচ স্বর্ণের বারসহ দুজন চোরাকারবারিকে আটক করেছে ৫৮ বিজিবি। গত মঙ্গলবার উপজেলার ভারত সীমান্ত্তবর্তী পলিয়ানপুর সীমান্ত ছয়ঘড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী বিষয়টি জানিয়েছেন।

আটক জসিম উদ্দিন মহেশপুর উপজেলার কাজিরবেড ইউপির ছয়ঘরিয়া গ্রামের মৃত মকবুল হাসানের ছেলে ও হুমায়ুর কবির একই গ্রামের আক্তার আলীর ছেলে।

এইচ এম সালাহউদ্দিন চৌধুরী জানায়, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিজিবি। ছয়ঘড়িয়া নামকস্থানে মহেশপুর থেকে মোটরসাইকেলে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের গতিরোধ করে তারা।

সেসময় মোটরসাইকেল থাকা দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ৪ কেজি ৬৩৩ গ্রাম ওজনের ৪০ টি স্বর্ণের বার। যার আনুমানিব মূল্য  ৪ কোটি ৮৬ লাখ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা কর আসামিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

টিএইচ