বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

মহেশপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে বিনামূল্যে গরু বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

মহেশপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে বিনামূল্যে গরু বিতরণ

মহেশপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে স্বাবলম্বীকরণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আরডিসি সংস্থার উদ্যোগে বিনামূল্যে গরু বিতরণ করা হয়। বুধবার (১৬ আগস্ট) সকালে মহেশপুর উপজেলার ২নং ফতেপুর ইউনিয়নে কৃষ্ণচন্দপুর ক্ষুদ্র নৃগোষ্ঠীপাড়ায় এ গরু বিতরণ অনুষ্ঠিত হয়।  

মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ। অন্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মিজানুর রহমান, এমএ আসাদ এবং উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন জয় বাবু প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও আরডিসি সংস্থার বাস্তবায়নে উপজেলার ফতেপুর ইউনিয়নে সাত দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে বিনামূল্যে এই  গরু বিতরণ করা হয়।

টিএইচ