সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মহেশপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

মহেশপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ঝিনাইদহের মহেশপুরে গলায় ফাঁস দিয়ে শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) উপজেলার পান্তাপড়া ইউনিয়নের পীরগাছা গ্রামের শষ্ঠীতলাপাড়ায় এ ঘটনা ঘটে। শহিদুল ইসলাম ওই গ্রামের গোলাম রহমানের ছেলে।   

পুলিশ সূত্রে জানা গেছে,  সোমবার দিবাগত রাতে পরিবারের সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শহিদুল ইসলাম। সকালে পরিবারের লোকজন শহিদুলের কোন সাড়া শব্দ না পেয়ে একটি শিশুকে জানাল দিয়ে তার ঘরে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যার বিষয়টি জানতে পারে। 

খবর পেয়ে মহেশপুর থানার এসআই রফিক ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় শহিদুল ইসলামের চাচা হাবিবুল্লাহ বাদী হয়ে মহেশপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। 

টিএইচ