বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মহেশপুরে জেলে পরীক্ষা দিচ্ছে এসএসসি শিক্ষার্থী

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুরে জেলে পরীক্ষা দিচ্ছে এসএসসি শিক্ষার্থী

ঝিনাইদহের মহেশপুরে এক শিক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন জেল হাজত থেকে। নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হিসেবে জেল হাজতে থাকায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই সুযোগ দেয়া হয়। ওই শিক্ষার্থী ফতেপুর ইউনিয়নের শামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। গত ২৬ এপ্রিল হূদয় আদালতে আত্মসমর্পণ করে। 

ঝিনাইদহ জেল সুপার আনোয়ার হোসেন জানান, আদালতের আদেশের প্রেক্ষিতে তাকে বোর্ড কর্তৃপক্ষের নিয়ম-নীতি মেনে কারাগারের একটি কক্ষে পরীক্ষা নেয়া হচ্ছে। সে খালিশপুর পরীক্ষা কেন্দ্রের একজন পরীক্ষার্থী ছিল।
 
ফতেপুর শামসুদ্দীন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, হূদয় তার স্কুলের একটি নিয়মিত ছাত্র। একটি মামলায় ঝিনাইদহ কারাগারে থাকায় কারাগার থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে। 

মহেশপুর মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর মাধ্যমিক পর্যায়ে ৬টি কেন্দ্রে ৩ হাজার ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছে ৬৫ জন। এছাড়া মাদ্রাসা পর্যায়ে ২টি কেন্দ্রে ৬২৪জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২৮জন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী বলেন, উপজেলায় শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। হূদয় নামে একটি ছেলে জেলে বসে পরীক্ষায় অংশ নিচ্ছে বলেও তিনি জানান। 

টিএইচ