শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

মহেশপুরে পাওয়ারটিলার দৌড় প্রতিযোগিতা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুরে পাওয়ারটিলার দৌড় প্রতিযোগিতা

গ্রামবাংলায় ঐতিহ্যবাহী খেলা ঘোড়ার দৌড়, গরু গাড়ির দৌড়, দড়ি টানাটানিসহ বিভিন্ন আনন্দদায়ক খেলার কথা শুনেছি কিন্তু সম্প্রতি ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউপির করিঞ্চা গ্রামে ব্যতিক্রমধর্মী কাদার ভেতর পাওয়ারটিলার দৌড় খেলার প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ জুন) পাওয়ারটিলার দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন করিঞ্চা গ্রামের যুবসমাজ। প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খান চঞ্চল। 

এ সময় স্বরূপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রশিদ, করিঞ্চা ওয়ার্ড আ.লীগের সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হান্নানসহ অনেকে। ৬০টি টিলার চালক এই খেলায় অংশগ্রহণ করেন। 

একটি গ্রুপে পাঁচজনে করে ১২টি গ্রুপে ভাগ করে খেলাটি অনুষ্ঠিত হয় এবং প্রত্যেক গ্রুপের বিজয়ী পরবর্তী রাউন্ডে অংশগ্রহণ করবেন। খেলাটি দেখতে বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ ভিড় করছে করিঞ্চা গ্রামের এই খেলার মাঠে।

আকর্ষণীও খেলাটি আয়োজনকারীদের সাথে কথা বলে জানা যায়, গ্রামবাংলার অনেক রকম খেলাধুলা আছে যা মানুষকে বিনোদন দিয়ে থাকে, আমরা চেয়েছিলাম ব্যতিক্রম কিছু করতে যেটা সবাইকে আনন্দ দিতে পারে। তাই আমরা কাদার মধ্যে পাওয়ারটিলার দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছি বলে জানান।

টিএইচ