মাগুরা জেলা প্রশাসক বাসভবনের সামনের গেটে উদ্বোধনী ফলকে সাবেক খাদ্যমন্ত্রীর মেয়ে কাবেরী মজুমদারের নাম থাকা নিয়ে চলছে নানান গুঞ্জন। দুর্নীতিই যেন একমাত্র সাধনা ছিল সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের। দুর্নীতির মাধ্যমে তিনি সাধনা করেছেন কাঁড়ি কাঁড়ি টাকা।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাড়ে পাঁচ বছরের খাদ্যমন্ত্রী ছিলেন নওগাঁর ধান ব্যবসায়ী সাধন চন্দ্র মজুমদার। সেই সাধন চন্দ্র শেখ হাসিনার ছাতায় ভর করে মন্ত্রিত্ব নিয়ে অসাধ্য সাধন করেছেন। যিনি নিজেও কখনো কল্পনা করেননি কোনোদিন মন্ত্রী হবেন। সাধন চন্দ্রের সাড়ে পাঁচ বছরের মন্ত্রিত্বকালে ঘুষ, দুর্নীতি, দুর্বৃত্তায়নে হাজার হাজার কোটি টাকার চাঁদের হাট বসিয়েছেন তার পুরো পরিবারে।
মাগুরা জেলা প্রশাসকের বাংলো মাগুরা হাউজের নবনির্মিত প্রবেশদ্বার গেইট-১ শুভ উদ্বোধন করেন ১৬ জুন ২০২৪ সালে মোহাম্মদ আবু নাসের বেগ সাবেক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা। সাবেক ওই জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রশাসকের বাসভবনের প্রধান ফটকে টাইলসে লেখা কাবেরী মজুমদার জেলা প্রশাসক, মাগুরা মহোদয়ের পত্নী এবং সভানেত্রী, মাগুরা লেডিস ক্লাব ও মাগুরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার নাম।
আর এই নাম লেখাকে ঘিরেই মাগুরাজুড়ে চলছে নানা সমালোচনার ঝড়। অর্ধশতাধিক বছরের পুরোনো মাগুরা জেলা প্রশাসকের বাসভবনের নাম আকস্মিকভাবে পরিবর্তন হওয়ায় দীর্ঘদিন ধরেই এই জেলার জনগণের মধ্যে নিন্দার ঝড় বইছিল।এছাড়া আকস্মিকভাবে নাম পরিবর্তনের বিষয়টি ইতিহাসের সাথে সাংঘর্ষিক হওয়াতে সর্বমহল থেকে নিন্দা এবং প্রতিবাদও শুরু হয়।
এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর জানান আসলে বিষয়টি হচ্ছে, জেলা প্রশাসকের বাসভবনের যে ঐতিহ্য সে ঐতিহ্যকে খর্ব করেছে জেলা প্রশাসক। এটা জেলা প্রশাসনের স্ত্রীর নামের সাথে সম্পৃক্ত কোনো বিষয় না এটা কারো পারিবারিক সম্পত্তিও না।
এটা বাংলাদেশ সরকারের সরকারি সম্পত্তি। আমি এর নিন্দা জানাই এবং সেই সাথে মাগুরা জেলা প্রশাসকের বাসভবন লেখার অনুরোধ জানাচ্ছি। একই মন্তব্য পোষণ করেছেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম।
তবে এ বিষয়ে সিনিয়র সাংবাদিক মাগুরা প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান জানান, এই শহরে অনেক মানুষের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ি আছে। সেগুলো নিয়ে কোনো কথা না উঠলেও জেলা প্রশাসকের বাসভবনের নাম নিয়ে কথা উঠবেই। অতএব আমরা পূর্বের নাম, মাগুরা জেলা প্রশাসকের বাসভবন রাখার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে শনিবার (১ মার্চ) মো. অহিদুল ইসলাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হলে তিনি গণমাধ্যমকে জানান, বিষয়টি আমি দেখব।
টিএইচ