রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মাগুরা ফাইনালে ডিসি ও এসপি খেলে জেতালেন দলকে

মাগুরা প্রতিনিধি

মাগুরা ফাইনালে ডিসি ও এসপি খেলে জেতালেন দলকে

জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠে জেলা প্রশাসন আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ গত রোববার অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে জেলা প্রশাসন একাদশ বনাম সদর উপজেলা একাদশ।

ফাইনাল ম্যাচে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের নেতৃত্বে জেলা প্রশাসন একাদশ ১-০ গোলে সদর উপজেলা একাদশকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য যে, ফাইনাল ম্যাচসহ টুর্নামেন্টের সব কয়টি ম্যাচ পুরো সময় ধরে খেলেন এবং খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেন জেলা প্রশাসক।

ফাইনাল ম্যাচকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের এমপি মো. সাইফুজ্জামান শিখর।

ম্যাচ শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার একই দলের হয়ে সম্পূর্ণ ম্যাচ খেললেন যা সচরাচর দেখা যায় না। তিনি ফাইনালে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়ের প্রতি শুভ কামনা জানান। পরবর্তীতে তিনি জেলা প্রশাসন একাদশের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

টিএইচ