সেনাবাহিনীতে যোগদান বিষয়ক প্রেষণামূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে মাগুরা জেলায়। মাগুরার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে মাগুরা আর্মি ক্যাম্পের উদ্যোগে মঙ্গলবার (১৫ এপ্রিল) একটি প্রেষণামূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে। প্রেষণামূলক ক্লাস অনুষ্ঠিত হয় সরকারি কলেজের শ্রেণিকক্ষে।
সেনাবাহিনীর পক্ষ হতে এ প্রেষণামূলক মোটিভেশন ক্লাসের আয়োজন করা হয়। মাগুরা জেলার সেনাক্যাম্প কমান্ডার কর্তৃক পরিচালিত হয়, প্রেষণামূলক মোটিভেশন ক্লাস।
ওই সময় সেনাবাহিনীর একটি চৌকস দল ক্লাসে উপস্থিত ছিলেন, তিনি তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গৌরবময় ইতিহাস তুলে ধরেন, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র মোরা দেশের তরে, এ বিষয়ে বিস্তারিত আলোচনাসহ বিভিন্ন সুযোগ সুবিধা, সম্মান, গেচ্রব এবং দেশের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার জন্য যুব সমাজকে উদ্বুদ্ধ করেন।
প্রেষণামূলক মোটিভেশন ক্লাস শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের প্রশ্নের উত্তর দেন ক্যাম্প কমান্ডার।কলেজের ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন পদবির সেনা সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। কলেজের প্রেষণামূলক ক্লাসে প্রায় ২শতাধিক উৎসাহী ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।
বক্তারা বলেন, সেনাবাহিনীতে ভর্তির যোগ্যতা, নির্বাচন পদ্ধতি, ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা বিষয়ে এবং সেনাবাহিনীতে সৈনিক জীবনের আকর্ষণীয় ও বৈচিত্র্যময় নানাবিধ সুযোগ-সুবিধা সর্ম্পকে বিস্তারিত ধারণা দেয় হয়।
টিএইচ