শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
The Daily Post

মাগুরায় অস্ত্রসহ সাবেক চেয়ারম্যান ও তার সঙ্গী গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি

মাগুরায় অস্ত্রসহ সাবেক চেয়ারম্যান ও তার সঙ্গী গ্রেপ্তার

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সাবেক চেয়ারম্যান ও তার এক সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ১৪ বীর একটি গোয়েন্দা গোপন সূত্রে জানতে  পারে যে, মাগুরা জেলার সদর থানার বেলনগর গ্রামের সাবেক চেয়ারম্যান শান্টু ও লক্ষ্মীকান্দর গ্রামের জয় কুমার দাশের বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে।

গত বৃহস্পতিবার রাতে মেজর সাফিনের নেতৃত্বে মাগুরা সদর আর্মি ক্যাম্পের রাত্রিকালীন টহলের সময় ঘটনাস্থলে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি ওয়ান শুটার গান, বড় রামদা ১টি, দেশি তৈরি ১টি হাত কুড়ালসহ মো. শান্টু মিয়া ও জয় কুমার দাশকে গ্রেপ্তার করা হয়।

শান্টু মিয়া মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের মো. আব্দুল ওয়াহাব মোল্লার ছেলে। জয় কুমার দাশ একই এলাকার জোগ্গেশ্বরের ছেলে। অভিযানে জব্দ করা অস্ত্র ও সরঞ্জামাদিসহ গ্রেফতার আসামিদের মাগুরা সদর থানায় রাখা হয়েছে।

টিএইচ