বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাগুরায় আ.লীগ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১০

মাগুরা প্রতিনিধি

মাগুরায় আ.লীগ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১০

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সমাবেশে আ.লীগ-বিএনপির মধ্যে  ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়েন নেতাকর্মীরা মাগুরার চৌরঙ্গি মোড়ে। এ সময় পুলিশ শহরকে স্বাভাবিক রাখতে উভয় দলকে ছাত্রভঙ্গ করে দেন।

স্বেচ্ছাসেবক প্রতিনিধি সম্মেলনে কর্মরত মাগুরা জেলা পুলিশ বলেন, মাগুরাশহরের ইসলামপুর পাড়া এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সমাবেশ চলছিল। 

নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলসহ সেখানে যাচ্ছিলেন। শহরের চৌরঙ্গী মোড় এলাকায় পৌঁছলে তাদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। 

এ সময় পুলিশ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে জনসাধারণের চলাচলের রাস্তাটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন। এ ঘটনায় উভয় দলের মোট ১০ আহতের খবর পাওয়া গেছে। 

২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ইমারজেন্সি বিভাগে কর্মরত ডাক্তার অমর প্রসাদ সেন বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলো কিছুক্ষণ পর পর তারা হাসপাতাল ত্যাগ করেন। তবে এর মধ্যে একজনকে অসংখ্যজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

আর বাকি একজন বিল্লাল হোসেন সদর হাসপাতালে ভর্তি আছেন। আহত বিলাল হোসেন বলেন, আমি জোহরের নামাজ আদায় শেষে ওয়াদা রশিদ মার্কেটের সামনে পৌঁছালে, চেয়ারম্যান মহিতের অনুসারীরা বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে করতে আমার উপর আঘাত হানে। আঘাত করেন, ইরশাদ, মাসুদ, টিপু, মুরাদ, বিল্লাহসহ আরো অনেকে। আমার মাথায় তিনটি সেলাইসহ শরীরের একাধিক স্থানে হাতুড়ী দিয়ে মারপিট করা হয়েছে আমি এর ন্যায়বিচার চাই।

তবে এ ঘটনায়, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর বলেন ‘শহরের ইসলামপুর পাড়া বিএনপির দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা আয়োজন করা হয়। 

এতে মাগুরা জেলার ৩৬টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে জড়ো হয় সকাল থেকে। এরপর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপির অস্থায়ী কার্যালয় শহীদ মিন্টু সড়কে অবস্থিত ইসলামপুর পাড়া থেকে একটি বড় মিছিল বের করে চৌরঙ্গীমোড় পৌঁছালে সামনে থেকে অজ্ঞাত আ.লীগ সমর্থনকারীদের সাথে ইট পাটকেল সরাসরি হয় আর এ সময় আহত হয় একাধিক নেতাকর্মী। 

 জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান বলেন, ‘শহরের নতুন বাজার এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল ইসলামপুর পাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে যাচ্ছিল। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়ে পৌঁছলে তারা প্রধানমন্ত্রীর নামে অশ্রাব্য ভাষায় স্লোগান দিতে থাকে। এ সময় সেখানে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’ 

 টিএইচ