মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Post

মাগুরায় আগুনে পুড়ে মৃত্যু সুমন কর্মকারের পরিবারের পাশে সেনাবাহিনী

মাগুরা প্রতিনিধি

মাগুরায় আগুনে পুড়ে মৃত্যু সুমন কর্মকারের পরিবারের পাশে সেনাবাহিনী

মাগুরায় আগুনে পুড়ে মৃত্যু সুমন কর্মকারের পরিবারের পাশে সেনাবাহিনী। মাগুরা জেলার শালিখা উপজেলাধীন আড়পাড়া কালিগঞ্জ রোডস্থ সুমন কর্মকারের বসত বাড়িতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে দাবি করেন এলাকাবাসী।

রোববার (১৩ এপ্রিল) আড়পাড়া বাজারের কালীগঞ্জ রোডে সুমন কর্মকারের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন কর্মকার (প্যারালাইজড) পক্ষাঘাত ব্যাধিতে আক্রান্তের কারণে তার দুই পাও অকেজো হওয়ায় সারাক্ষণ নিজের ঘরের ভেতরে থাকতেন।

বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন ঘরের মধ্যে  ছড়িয়ে পড়লে অন্য সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও সুমন আগুনে পুড়ে মারা যায়। সুমন কর্মকার আড়পাড়া কালীগঞ্জ রোডের খালপাড় এলাকার দিলীপ কর্মকারের ছেলে।

শালিখা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সঞ্জয় দেবনাথ জানান, আগুন লাগার খবর পেয়ে আগুন নেভাতে যায় তার টিম। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যদের আগুন নেভাতে সময় লাগে প্রায় আধাঁঘণ্টা। সুমনের কক্ষটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় ঘর থেকে বের হতে পারেনি। এ সময় আগুনে পুড়ে তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ডেড বডি শালিখা থানা পুলিশে হস্তান্তর করে।

শালিখা থানার ওসি মো. ওলি মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন। ঘটনার পরপরই নিহতের পরিবারের পাশে মাগুরা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ পূর্বক সহযোগিতা প্রদান করেন।

টিএইচ