স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নার্সিং কোর্সের শিক্ষার্থীরা।
রোববার (১৪ মে) ঘণ্টাব্যাপী মাগুরা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন মাগুরা শাখার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি আবদুল কাদের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিফ, মাগুরা নার্সিং ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক নুরুননাহার প্রমুখ।
বক্তারা বলেন, তিন বছরের ইংলিশ মিডিয়ামে নার্সিং কোর্সের সাথে কারিগরিতে মাত্র ৬ মাসের নার্সিং কোর্সের সমতা এক বিশাল বৈষম্য যা বাতিল করতে হবে, অন্যথায় আন্দোলন চলমান থাকবে।
এছাড়াও চার দফা দাবির মধ্যে রয়েছে- কারিগরি মুক্ত নার্সিং, শিক্ষা উপবৃত্তি বৃদ্ধিকরণ ও ইন্টার্ন ভাতা নিশ্চিতকরণ, সরকারি নার্সিং এ ছেলে কোঠা ১০% থেকে ২০% এবং বে-সরকারি নার্সিংয়ে ২০% থেকে ৩০% এ উন্নতিকরণ এবং ছেলেদের আবাসিক হলের ব্যবস্থাকরণ।
টিএইচ