শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

মাগুরায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি

মাগুরায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টের অভিযানে কুচিয়ামোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. হাসিবুল ইসলাম ওরফে জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে মাগুরা সদরের পারকুল্লিয়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, মাগুরায় আইনশৃঙ্খলা বাহিনীর চলা অপারেশন ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ সভাপতি হাসিবুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। আ.লীগ সরকারের পতনের পর এ জেলায় হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণের ঘটনায় ও বিশেষ ক্ষমতা আইনে বেশ কয়েকটি মামলা হয়। এসব মামলায় ছাত্রলীগ নেতা জুয়েল তদন্তপ্রাপ্ত আসামি।

মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জুয়েলকে কারাগারে পাঠানো হবে।

মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম বলেন, প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে গুরাতে একজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান।

টিএইচ