বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

মাগুরায় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগের স্তূপ

মিরাজ আহমেদ, মাগুরা 

মাগুরায় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগের স্তূপ

মাগুরা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের ‘অবাধ্য’ নেতাদের বিরুদ্ধে অভিযোগের স্তূপ জমেছে দলের শীর্ষ নেতৃত্বের কাছে।

সূত্র জানায়, ৫ আগস্টের পটপরিবর্তনের পর হামলা, সরকারি জায়গায় গাছ কাটা, চাঁদাবাজি, চর দখল, সংগঠন পরিপন্থী কাজ ও দলীয় নির্দেশনা অমান্য করার মতো সুনির্দিষ্ট অভিযোগে গত দুই মাসে একাধিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে বহিষ্কার ও কমিটি বাতিল করার মতো কঠোর পদক্ষেপও নেয়া হয়েছে, কিন্তু অভিযোগ এখনো থামছে না।

বিএনপি নেতারা বলেন, এই ‘অবাধ্য’ নেতাদের কর্মকাণ্ড দলকে সমালোচনার মুখে ফেলেছে, বিশেষত একটি বড় রাজনৈতিক পরিবর্তনের পর, যা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব মাঠপর্যায়ের নেতাদের অপরাধমূলক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন খান এবং আহ্বায়ক আলি আহমেদ স্বাক্ষরিত জেলা বিএনপির প্যাডে ৭ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

নোটিশে বলা হয়, শ্রীপুর থানার বিএনপির সদস্যদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এদের মধ্যে আছেন মো. জাহাঙ্গীর, খন্দকার খলিলুর রহমান, রিপন, বদরুল আলম লিটু, সেলিম মোল্যা, মো. সাচ্ছু ও মো. রাতুল।

তাদের বিরুদ্ধে সরকারি জায়গায় গাছ কাটা, চাঁদাবাজি, চর দখল, গরু চুরি, ভ্যান চুরি ও অন্যের জমি দখলসহ সংগঠন পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় বিএনপির কাছে সুপারিশ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে নেতাদের লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

টিএইচ