মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকার মঙ্গলবার রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরকারি দপ্তরে বসে চিকিৎসকরা নির্ধারিত ভিজিট বা ফিস নিয়ে রোগী দেখতে পারবেন।
এ উপলক্ষে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আব্দুল্লাহেল কাফী।
এছাড়া উপস্থিত ছিলেন থানার ওসি অসিত কুমার রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মকছেদুল মোমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া, ডাক্তার, নার্সসহ স্থানীয় সাংবাদিকরা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মকছেদুল মোমিন বলেন, ‘সরকারের স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসাসেবা বর্ধিতকরণে সরকারি হাসপাতালে বসেই দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসকরা নির্ধারিত ভিজিট বা ফিস নিয়ে রোগী দেখতে পারবেন।
আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট সর্বসাকূল্যে ৩০০ টাকা এবং মেডিকেল অফিসাররা সর্বসাকূল্যে ২০০টাকা ফিস নিয়ে রোগী দেখতে পারবেন।’
টিএইচ