বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায়দের সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায়দের সহায়তা

স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়।

শনিবার (১৬ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে জোনের আওতাধীন অসহায় হতদরিদ্র, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এতিম খানায় বিশেষ মানবিক সহায়তার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসব বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি। এসময় মাটিরাঙ্গা জোনের জোন উপঅধিনায়ক  মেজর মো. মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তার মধ্যে পলাশপুর মহিলা এতিমখানায় ৭৫ জন এতিমদের মধ্যে ইফতারসামগ্রী ও ওই জোনের দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ ও অসহায় ৬০টি পরিবারের মধ্যে প্রত্যেকটি পরিবারকে ইফতার সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, ১ কেজি লবণ ও ১ কেজি তেল বিতরণ করা হয়। 

এ ছাড়াও মোহাম্মদপুর জামে মসজিদে ১টি মাইক, দারুস সুন্নাহ এতিমখানা অ্যান্ড মাদ্রাসা এবং মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলে বিভিন্ন রকমের খেলাধুলা সামগ্রী প্রদান করা হয়। জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণের মধ্যে মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে। 

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

টিএইচ