বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের শান্তি সমপ্রীতি উন্নয়নের পাশাপাশি পাহাড়ের পিছিয়ে পড়া খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুর্গম জনপদে চিকিৎসাবঞ্চিত দুস্থ, অসহায় পাহাড়ি জনগণের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা, দুস্থ, মানুষের মধ্যে ইফতারসামগ্রী, শীতবস্ত্র, সেলাই মেশিন, ঢেউটিন, নগদ আর্থিক সহায়তা, বিতরণ করেছে মাটিরাঙ্গা সেনা জোন।
রোববার (০৯ মার্চ) মাটিরাঙ্গা জোনের আওতাধীন কাঁঠালবাগান এলাকায় জোনের উদ্যোগে এসব কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল কৌশিক জাহান, পিএসসি,জি।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাড.মনজিলা আক্তার ঝুমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া এিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল পদস্থ সাময়িক কর্মকর্তা সহ উপকারভোগী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা জোনের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসাবে আগুনে পুড়ে যাওয়া ১টি পরিবারে ঘর নির্মাণ, সড়ক দুর্ঘটনায় আহত একজনকে চিকিৎসা সহায়তা, একজন পাহাড়ি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, ১টি অসচ্ছল পরিবারকে সেলাই মেশিন, ২০০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ২০০ পরিবারকে ইফতারসামগ্রী (চাল, আটা, চিনি, ছোলা, খেজুর, সেমাই) প্রদান করা হয়।
এছাড়াও স্থানীয় জনসাধারণের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ওই চিকিৎসাসেবা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী, এএমসি এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. এন এম ইমতিয়াজ চৌধুরী, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ প্রদান করেন।
ওই কর্মসূচিতে মোট ২৩৩ জন পাহাড়ি উপজাতি নারী ও পুরুষ এবং ২৮২ জন বাঙালি নারী ও পুরুষসহ সর্বমোট ৫১৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়াও ডা. শরিফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি কর্তৃক গবাদি পশুর চিকিৎসাসেবা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন ও সেবা গ্রহণকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন জোন কমান্ডার, মাটিরাঙ্গা জোন।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল কৌশিক জাহান, পিএসসি, জি বলেন- বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। একইভাবে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবে।
টিএইচ