মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা

শান্তি সমপ্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ ও অসহায় ৯২টি পরিবারের মধ্যে বিশেষ মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী ও ৭৪৬ জনের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষধ প্রদান করা হয়েছে। 

বুধবার (২১ আগস্ট) জোন সদরে সহায়তা প্রদান করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এদিকে সকালে মাটিরাঙ্গার ১০নং ইসলামপুর এলাকায় জোনের সার্বিক ব্যবস্থাপনায় নির্মিত একটি যাত্রী ছাউনি উদ্বোধন করে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান। 

এসময় ধলিয়া খালের উপর নির্মাণাধীন ব্রিজের কার্যক্রম ঘুরে দেখে আগামী জানুয়ারি মাসের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। পরে মাটিরাঙ্গা বাইল্যাছড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। এতে মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী চিকিৎসা সেবা প্রদান করেন।

এ কর্মসূচি শেষে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে পাহাড়ে শান্তি সমপ্রীতি উন্নয়ন ও পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের জন্য বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

টিএইচ