বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গাতে টিসিবি ও ওএমএসের চাল বিক্রি কার্যক্রম শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি

মাটিরাঙ্গাতে টিসিবি ও ওএমএসের চাল বিক্রি কার্যক্রম শুরু

সারা দেশের মতো খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ডধারীরা এখন থেকে তেল, চিনি ও ডাল ছাড়াও জনপ্রতি পাঁচ কেজি করে চাল টিসিবি ডিলারদের মাধ্যমে স্বল্প মূল্যে টিসিবি পণ্যের সাথে খাদ্য অধিদপ্তরের ওএমএসের চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। 

মঙ্গলবার (২৫ জুলাই) বড়নাল ও বেলছড়ি টিসিবি ডিলার বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিনের মেসার্স মুক্তি এন্টারপ্রাইজ, টিসিবি পণ্য ও খাদ্য অধিদপ্তরের ওএমএসের চাল উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়। 

মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা জানান, মাটিরাঙ্গা উপজেলায় ২টি টিসিবি ডিলারের মাধ্যমে ১৪ হাজার ৯২৫ জন উপকারভোগী এসব সুবিধা পাবে। ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় স্বলপ মূল্যে টিসিবির ফ্যামিলি কার্ডধারী মধ্যে ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল দেয়া হবে।

মাটিরাঙ্গা উপজেলা খাদ্য অফিস জানান, বড়নাল ইউনিয়ন, বেলছড়ি ইউনিয়ন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন, মাটিরাঙ্গা পৌরসভা এই ৪টিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের কাছে টিসিবির পণ্যের সাথে ৩০ টাকা দরে ওএমএসের ৫ কেজি চাল বিতরণ করবেন মেসার্স মুক্তি এন্টারপ্রাইজ ও তাইন্দং ইউনিয়ন, আমতলী ইউনিয়ন, গোমতি ইউনিয়ন, ৩টিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের কাছে টিসিবির পণ্যের সাথে ৩০ দরে ওএমএসের পাঁচ কেজি চাল বিতরণ করবেন মেসার্স রায়হান ষ্টোর । 

টিসিবি পণ্য ও খাদ্যসামগ্রী বিতরণের সময় মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক  শৈলেন্দ্র লাল চাকমা, বেলছড়ি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, টিসিবি ডিলার মেসার্স মুক্তি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি টিসিবি ডিলার বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল উপস্থিত ছিলেন। 

এ কর্মসূচিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারী মধ্যে ৩০ টাকা দরে পাঁচ কেজি করে চাল দেয়া হবে। এ কার্যক্রমে টিসিবির ডিলাররা নির্ধারিত দিন ও সময়ে বিতরণ করবেন। একজন কার্ডধারী ২০০ টাকায় দুই লিটার সয়াবিন তেল, ১২০ টাকায় দুই কেজি মসুর ডাল ও ১৫০ টাকায় ৫ কেজি চাল কিনতে পারবেন।

টিএইচ