বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি

মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের হামিদ আলী পাড়া ৬নং ওয়ার্ড এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জরিনা বেগমকে নগদ টাকার চেক ও ঢেউটিন, শীতবস্ত্র বিতরণ করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। 

রোববার (৩ ডিসেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ টাকার চেক ও ঢেউটিন তুলে দেন ইউএনও। 

এসময়, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেজবাহ উদ্দিন,  মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জরিনা বেগম জানান, কিভাবে আগুন লেগেছে আমি বলতে পারিনা আমার সব শেষ হয়েছে গেছে। 

মাটিরাঙ্গা ইউএনও ডেজী চত্রুবর্তী বলেন, বেলছড়ি ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে  নগদ ৬ হাজার টাকা, ২ বান ঢেউটিন ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

টিএইচ