খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি জালাল উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল থানা এলাকায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, চোরাচালান উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে বেলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড জায়েদ আলী পাড়া (বেলছড়ি উত্তর পাড়া) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ ইয়াবাসহ আসামি জালাল উদ্দিনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জালাল উদ্দিন মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউপির জায়েদ আলী পাড়া এলাকার বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।
টিএইচ