শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

খাগড়াছড়ি প্রতিনিধি

মাটিরাঙ্গায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় এসএসসি, সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (০২ আগস্ট) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। 

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোতাছিম বিল্লাহর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চত্রুবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। 

এসময় মাটিরাঙ্গা উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান, গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হুদা, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিমসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দুজন, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের চারজন, গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের দুজন, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের একজনসহ উপজেলায় মোট ৯ জন জিপিএ-৫ পেয়েছে। 

টিএইচ